প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বিমানের সাত কর্মকর্তাকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। খবর বাংলানিউজের।
বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান জানান, অভিযুক্ত নয়জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দু’জনকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ