১৫৬ জন আরোহী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওমানের মাস্কট থেকে আসা বিমানটি অবতরণ করার কথা ছিল চট্টগ্রাম বিমানবন্দরে। কিন্তু নিরাপত্তার জন্য ঢাকায় বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বিমানে ঘটা বিপত্তি নিয়ে এমনিতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ বিমান। এরমধ্যেই বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের 'বোয়িং-৭৩৭' ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানের চাকায় ত্রুটির কারণে সকাল ১০টা ১৭ মিনিটে ওই জরুরি অবতরণ করানো হয় বলে জানা গেছে। এসময় বিমানটিতে যাত্রী ছিলেন ১৪৯ জন।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৬/ফারজানা