স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দীর্ঘদিন পর নৌকা ও ধানের শীষে সরাসরি লড়াই হয়েছে। তাতে বিজয়ের মাসে আরেকটি বিজয় পেয়েছে আওয়ামী লীগ। বিজয় হয়েছে শেখ হাসিনার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। আজ রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে তিনি এই আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন ফেয়ার হয় তা প্রমাণ হয়ে গেছে। ২০১৯ সালে জাতীয় নির্বাচন হবে। তাই বেগম জিয়াকে বলব ভুল সংশোধন করে জামায়াতকে পরিহার করে আসুন। মাঠে খেলা হবে ২০১৯ সালে। আপনি প্রস্তুত হন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের জন্য নারায়ণগঞ্জের মানুষ নৌকায় ভোট দিয়েছে। জঙ্গি উত্থানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দমন করেছেন। স্বাস্থ্যসেবাসহ পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। দেশে সব ক্ষেত্রে উন্নয়ন করেছেন। বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন, একাত্তরের ঘাতকদের বিচার করেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। এইসব কারণে জনগণ নৌকায় ভোট দিয়েছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের-ঢাকা বিভাগ এ মহাসমাবেশের আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি মো. আবুল ওয়ারেশের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল আনসারী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার