বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, "ইসলামী দাওয়াতের মাধ্যমে মানুষকে সঠিক জ্ঞান দিতে পারলে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হবে না।" তিনি আরও বলেন, "কোমলমতি ছেলেদের মাঝে জিহাদ ও ইসলামের ভুল ব্যাখ্যা তুলে ধরে তাদেরকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেয়া হচ্ছে।"
আজ শুক্রবার বিকেলে উত্তরা হাজী ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি মাঠে তিনদিন ব্যাপী দাওয়াতে ইসলামীর সুন্নাতে ভরা ইজতিমার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা কামাল আত্তারী, শামীম আত্তারী, মাওলানা মাসুদ হোসাইন কাদেরী, মুফতি আব্দুর রহমান আল কাদেরী প্রমুখ।
পরে প্রধান অতিথি হিসেবে আশিয়ান সিটির মাঠে আগামী ২৮, ২৯, ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ৩দিনব্যাপী দাওয়াতে ইসলামীর সুন্নাতে ভরা ইজতিমার ময়দান পরিদর্শণ করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৬