রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযানে নেমেছে সোয়াত। আস্তানায় এখনও জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেসহ তিনজন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট চার জন আহত হয়েছে।
শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে 'সূর্য বাড়ি' নামে তিনতলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে অভিযানের মুখে শিশুসহ দুই নারী বেরিয়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে ধরা দিয়ে জানান, ভেতরে এখনও দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, 'ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর বিস্ফোরক ও সুইসাইডাল ভেস্ট রয়েছে। '
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা