'বিচার বিভাগীয় তথ্য বাতায়ন' উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬' উদ্বোধনী অধিবেশনে তথ্য বাতায়ন উদ্বোধন করেন তিনি।
এদিন দুই দিনব্যাপী বিচার বিভাগীয় সম্মেলনেরও উদ্বোধন করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ছাড়াও দেশের নিম্ন আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে অতিথি রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সম্মেলনের কর্ম অধিবেশনে 'অধস্তন আদালত পরিদর্শনের ভিত্তিতে আদালত ও মামলা ব্যবস্থাপনা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা।
সম্মেলনের দ্বিতীয় দিনের কর্ম অধিবেশন রবিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে বিচার বিভাগীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ