রাজধানীর দক্ষিণখানের আশকোনার হাজিক্যাম্পের কাছে 'সূর্য বাড়ি' নামে তিনতলা বাড়িটি কোরবানি ঈদের আগে ভাড়া নিয়েছিল জঙ্গিরা। বাড়ির নিচতলা ভাড়া নেন জঙ্গি মুসা। আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি প্রাথমিক জিজ্ঞাসাবাদে একথা জানিয়েছেন।
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, আত্মসমপর্ণের পর মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাড়ি ভাড়া নেয়া থেকে শুরু করে যাবতীয় সব কাজ মুসা করতো। বাড়ির একমাত্র পুরুষ সদস্যও ছিল সে।
জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার মধ্যরাত থেকে 'সূর্য বাড়ি' ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকালে সন্তানসহ দুই নারী জঙ্গি আত্মসমপর্ণ করে। সোয়াতের নেতৃত্বে এখন চলছে চূড়ান্ত অভিযান।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা