রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় শনিবারের মতো অভিযান শেষ ঘোষণা করা হয়েছে। অন্ধকার ও বিষাক্ত গ্যাস থাকায় ভেতরে যাওয়া যাচ্ছে না। আগামীকাল সকালে আবারও অভিযান চালানো হবে। জঙ্গি তানভীর কাদেরের মৃতদেহ বাড়িটির ভেতরে এখনো আছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন।
মনিরুল ইসলাম আরও বলেন, আগামীকাল বাড়িটিতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ফরেনসিক বিভাগ কাজ করবে। বিস্ফোরণে আহত মেয়েটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আত্মসমর্পণকারীদের তথ্য মতে মেয়েটির বাবার নাম ইকবাল। কিন্তু সে ইকবালের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার ভোর থেকে আশকোনার তিনতলা ওই বাড়িতে অভিযান চালানো হয়। এতে চারজন আত্মসমর্পণ করেন, নিহত হন অপর দুই জঙ্গি। এতে আট বছরের ওই শিশুটি আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা