রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক নারীর 'আত্মঘাতী' বোমা বিস্ফোরণে সাবিনা নামে এক শিশু আহত হয়। বর্তমানে আহত শিশু সাবিনা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। শনিবার দুপুর ২টায় কুর্মিটোলা মেডিকেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেকে নেওয়া হয়।
শিশু সাবিনাকে ঢামেকে নিয়ে আসার পর হাসপাতালের নথিতে লেখা হয়, আহত শিশুর নাম সাবিনা। তার বয়স চার বছর। জানা যায়, সাবিনার বুকের বাম পাশে ও পেটে স্প্লিন্টার লেগেছে।
উল্লেখ্য শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে 'সূর্য ভিলা' নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন। পরে পুলিশের অভিযানে দুজন নিহত হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩