রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনা এলাকায় 'সূর্য ভিলা' নামের ওই ভবনে (জঙ্গি আস্তানা) প্রবেশ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। আজ সকাল পৌনে ১১টার দিকে ঘটনার আলামত সংগ্রহ করতে ওই ইউনিট সেখানে প্রবেশ করে।
অন্যদিকে শনিবার জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকেই গোটা আসকোনা এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতভর নিরাপত্তা চাদরে ঢাকা ছিল 'সূর্য ভিলা'।
এদিকে শনিবারের অভিযানে ভবনের ভেতরে নিহত জঙ্গি আদরের লাশ ও বিস্ফোরক দ্রব্য আজ উদ্ধারের কথা রয়েছে। সে অনুযায়ী ইতিমধ্যে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) শনিবার অভিযান পরিচালনা করে। অভিযানটির নাম দেয়া হয় ‘অপারেশন রিপল টোয়েন্টিফোর’।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৬/হিমেল