জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি ক্ষমতায় থেকে কোনোদিন কারো প্রতি বৈষম্য করিনি। অথচ এখন দেখছি পাদ্রির, নিরীহ খ্রিষ্টান নাগরিকদের হত্যা করা হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই। এ অবস্থার পরিবর্তন দরকার। আর পরিবর্তনের জন্য প্রয়োজন জাতীয় পার্টি। আপনারা জাতীয় পার্টিকে শক্তিশালী করুন। বড়দিন উপলক্ষে আজ খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এরশাদ এ কথা বলেন। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠানে খ্রিষ্টান নেতাদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন এরশাদ।
এরশাদ বলেন, আমি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদে প্রতিনিধিত্ব এবং চাকরি ও উচ্চশিক্ষার জন্য কোটা প্রবর্তন করতে চাই। আপনারা পাশে থাকলেই জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে পারবে। এরশাদ আরো বলেন, আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে একজন কার্ডিনাল হয়েছেন। আমিই বাংলাদেশের প্রথম এবং একমাত্র রাষ্ট্রপতি যে ভ্যাটিক্যানে পোপের সঙ্গে দেখা করেছি এবং তাকে বাংলাদেশে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়রম্যান জি এম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, রাজনৈতিক ও প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার