ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকালে বিআইডব্লিওটিসি’র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী এ তথ্য জানান। এর আগে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব