নির্বাচনে আওয়ামী লীগের অপর দুই বিদ্রোহী প্রার্থী মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস ৫৫ ভোট ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকন পেয়েছেন ২১ ভোট। নির্বাচনে মেহেরপুরে মোট ২৬৯ ভোটারের মধ্যে ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও চেয়ারম্যান পদে প্রার্থী দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এ ছাড়া কিছু জেলায় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে ছিলেন।
ইসি জানায়, জেলা পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এক জেলায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত রয়েছে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব