শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।'
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে জেএসসি-জেডিসির ফল উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
এসময় অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম