প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষার সনদ শিশুদের মধ্যে আস্থা তৈরি করবে, আত্মবিশ্বাস জোগাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী উত্তীর্ণ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে প্রাথমিক পর্যায়কে শিক্ষার ভিত্তি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, এ সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আস্থার সৃষ্টি করে। প্রধানমন্ত্রী আরও বলেন, (শিক্ষার্থীরা) সার্টিফিকেট পাচ্ছে। মনে করবে, কিছু করলাম, তাই সার্টিফিকেট পেলাম। এতে আত্মবিশ্বাস জন্মাবে।
এবার প্রাথমিক সমাপনীতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো ফল করেছে। ছাত্রদের পাশের হার ৯৮ দশমিক ৪৪, সেখানে ছাত্রীদের পাশের হার ৯৮ দশমিক ৪৫। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ছেলেদের সংখ্যা কেন কমে আসছে, এটা দেখতে হবে। কারণ আমরা জেন্ডার ইকোয়ালিটিতে বিশ্বাস করি।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ