ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বন্ধ হয়ে গেছে। সহস্রাধিক যাত্রী ও দুই শতাধিক যান নিয়ে মাঝ পদ্মায় নোঙর করেছে ৮টি ফেরি। কনকণে শীতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার চন্দ্র শেখর জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। দৃষ্টিহীন হয়ে পড়ে নৌপথ। সিগনাল বাতি দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।
শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে আসা ৮টি ফেরি মাঝ পদ্মায় হাজরা চ্যানেলের কাছে নোঙর করে আছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ