সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ফেরি চলা স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. জসিম জানান, 'বৃহস্পতিবার রাত ১০টার দিকে পদ্মায় হঠাৎ ঘন কুয়াশার কারণে খুব কাছেরও কোনো কিছু দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ৭টায় আবার ফেরি চালানো শুরু করা হয়।'
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই পারে সাত শতাধিক যান পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম