'মুক্তিযোদ্ধারা বই লিখলেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসবে, জানা যাবে যুদ্ধের অজানা অনেক কাহিনী।' আজ কর্ণেল (অব.) তৌফিকুর রহমানের লেখা ‘দ্য গেরিলা’স অব ঢাকা-১৯৭১’ এবং এর বাংলা ভার্সন ‘গেরিলা-১৯৭১’ গ্রন্থ দু’টির প্রকাশনা উৎসবে বিশিষ্টজনেরা এ কথা বলেন।
সকালে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বই দু’টির প্রকাশনা উৎসবের আয়োজন করে জাতীয় জাদুঘর। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় তিনি জানান, বইটি তিনি গো-গ্রাসে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত পড়েছেন।
মন্ত্রী বলেন, গ্রন্থটিতে ছোট ছোট কাহিনী ও বিভিন্ন অপারেশনের ঘটনার মাধ্যমে অনেক অজানা মুক্তিযোদ্ধার কথা উঠে এসেছে। এর ফলে অনেক সাহসী, তেজদীপ্ত ও দেশপ্রেমে উজ্জীবিত মুক্তিযোদ্ধা ও কিশোর মুক্তিযোদ্ধার কথা জানা গেছে। যাদের নাম আমি আগে কখনও শুনিনি এবং ইতিহাসেও পাইনি।
বইটি নিয়ে আরো আলোচনা করেন সেক্টর কমান্ডার মে. জে. (অব.) কেএম শফিউল্লাহ, বীর উত্তম, লে. কর্ণেল (অব.) সাজ্জাদ হোসেন জহির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সোনিয়া নিশাত ও অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু স্বাগত বক্তৃতা প্রদান করেন। লেখক তার অনুভূতি ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধভিত্তিক এ গ্রন্থ দু’টি প্রকাশ করেছে সময় প্রকাশন। ২০০ পৃষ্ঠার বাংলা ভার্সনের মূল্য ৩০০ টাকা ও ইংরেজি ভার্সনের মূল্য ৬০০ টাকা।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৬/হিমেল