ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যে কোন ধরণের দুর্ঘটনা এড়াতে রবিবার দিবাগত রাত ২ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বলেন, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌ-পথে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের ফেরি চলাচল শুরু হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার