প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্রদ্ধা নিবেদনের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বুদ্ধিজীবী কবরস্থানের আশপাশের রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সবার জন্য বুদ্ধিজীবী কবরস্থান উন্মুক্ত করে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব