মহান বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাজধানীর পুরোনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আজ সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছে প্রথমে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেছেন তিনি।
এর আগে সকাল ১০টা ২৭ মিনিটে প্যারেড স্কয়ারে আসেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনীতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। কুচকাওয়াজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আকবর হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার