মিয়ানমার থেকে বাংলাদেশে অাশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরাতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল ৮টায় দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় ৬ সদস্যের প্রতিনিধি দলসহ ঢাকায় পৌঁছান মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থো।
এর আগে গত ২৩শে নভেম্বর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পর্কিত সমঝোতা চুক্তি সই হয়। ওই চুক্তি অনুযায়ী, তিন সপ্তাহের মধ্যে যৌথ ওয়ার্কিং কমিটি গঠন এবং দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেওয়া শুরু করবে মিয়ানমার।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান