নির্দিষ্ট মূল্য না থাকায় রোগীদের কাছে বিভিন্ন মূল্যে হার্টের ভাল্ব ও পেস মেকার বিক্রি করা হচ্ছে।এমন অভিযোগের ভিত্তিতে জীবন রক্ষাকারী এই পণ্যটির মূল্য নির্ধারণ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে এক সভায় জানানো হয়, হাসপাতালে সরবরাহকৃত বিভিন্ন ব্র্যান্ডের হার্টের ভাল্বের মূল্য সর্বনিম্ন ৪ হাজার ৮০০ টাকা থেকে ২৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্রেস মেকারের দাম ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে মোট ১৭টি কোম্পানি এই বাল্ব এবং প্রেস মেকার সরবরাহ করছে।
এ সময় ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, হৃদরোগ হাসপাতালের পরিচালক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান