প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল শিমুল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তুর্কী প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিমুল হলে দুই প্রধানমন্ত্রী বৈঠকে বসেন।
এর আগে, দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান তুরস্কের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মঙ্গলবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম