কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে এলে শেষ রাত ৩টায় পুনরায় ফেরি চলাচল শুরু করে। ভোর পাঁচটার দিকে আবারো কুয়াশা বেড়ে গেলে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল