প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে একটি কেন্দ্র ইভিএম ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আজ দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, একটি কেন্দ্রে আমরা ইভিএম ব্যবহার করার কথা ভাবছি। এটা টেকনিক্যাল বিষয়। কারিগরী পরীক্ষা চলছে। তবে ইভিএম ব্যবহার নিয়ে ইসি এখনো শতভাগ নিশ্চিত নয় বলেও তিনি জানান।
এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রংপুরে মডেল নির্বাচন হিসেবে দেখতে চায় কমিশন। তিনি আরো জানান, রংপুরে এবার তিনটি কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।
বিডি প্রতিদিন/২০ ডিসেম্বর ২০১৭/হিমেল