বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা কারাগারের চেয়ে ভয়াবহ। শুধু রাতে নয় এখন মানুষ দিনে চলাচল করতেও ভয় পায়। তাই দেশকে বাঁচাতে এবং জনগণকে মুক্তি দিতে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর।
তিনি আরও বলেন, পদে নয় পথেই মুক্তি। কিন্তু আমরা পদের জন্য যতটা আগ্রহী রাজপথে নামতে ততটা আগ্রহী নই। কিছু না করে কারাগারে যাওয়ার চেয়ে কিছু করে কারাগারে যাওয়াই শ্রেয়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে এক সমাবেশের আয়োজন করেন তারা। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান