ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারও শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া ২টা থেকে বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সবক’টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে ।
জানা যায়, আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমানের ৩টি, সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো ফ্লাইট ডাইভার্টের খবর পাওয়া না গেলেও রাত ২টা থেকে কোনো ফ্লাইট অবতরণ করেনি দেশের প্রধান এ বিমানবন্দরে।ফলে বিমানবন্দরে অপেক্ষমাণ এসব ফ্লাইটের যাত্রীরা আগের দিনের মতো ভোগান্তিতে পড়েছেন।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শিডিউল বিপর্যয়ের কবলে পড়া ফ্লাইটের সংখ্যা বাড়তে থাকবে।
বিমানবন্দরের দায়িত্বরত সিকিউরিটি অফিসার এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ভুইঁয়া মাহবুবু হাসান শিডিউল বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টার পর থেকে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারছে না।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার ঘন কুয়াশার কারণে রাত সোয়া ১২টা থেকে বুধবার সকাল সোয়া ১০টা পর্যন্ত ১০ ঘণ্টা কার্যক্রম স্থবির ছিল। ওই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলে মোট ৩৩টি ফ্লাইট শিডিউল বিপর্যয়ে পড়ে।
বিডিপ্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান