কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এদিকে সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।
এর আগে দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ১টা থেকে এ রুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি রামশ্রী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও এনায়েতপুরী যাত্রীবাহী নৈশকোচ নিয়ে মাঝ পদ্মায় আটকে পড়ে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৭/হিমেল