রাজনৈতিক অর্থনীতিতে নৈতিকতার প্রকট সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, এটি একটি চিহ্নিত সমস্যা। অর্থশাস্ত্রের সাথে নৈতিকতার একটি নিবিড় সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, নৈতিকতার সবচেয়ে বেশি সংকট এখন দেশের ব্যাংকিং খাতে। এর প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতে। ফলে সুষম উন্নয়ন ও রাজনৈতিক সমতা ও গণতন্ত্রের জন্য নৈতিকতা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার ডিপ্লোমা ইঞ্জিনওয়ার্স ইনস্টিটউটে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রেহমান সোবহান এসব কথা বলেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতি করেন সংগঠনের সভাপতি ড. আশরাফ উদ্দীন চৌধুরী।
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব