আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের হাতে রান্না করা জাউভাত খেয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর বকশী বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের মধ্যাহ্ন বিরতিতে বিএনপি চেয়ারপার্সন এই খাবার খেয়েছেন বলে সংবাদ মাধ্যমকে আফরোজা আব্বাস নিজেই জানিয়েছেন।
বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ জজ ড. আখতারুজ্জামার জিয়ার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তি উপস্থাপন শুরু হয় বেলা ১১টা ১৫ মিনিটে। দুপুর ১টা ১০ মিনিটে এক ঘণ্টার জন্য আদালত বিরতি দেওয়া হয়। বিরতির সময় খালেদা দুপুরের খাবারে জাউভাত খান।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া জাউভাত খেতে পছন্দ করেন, তাই আমি নিজ হাতে তার জন্য এ খাবার রান্না করে এনেছি। চিকন চালের নরম করে রান্না করেছি। এর মধ্য সবজি ও চিকেন ছিল।’সূত্র: জাগো নিউজ
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব