রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি পাঠিয়ে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার একান্ত সচিব কবির আহমেদ রবিবার বিকালে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, ২০১৩ সালের ২২ অক্টোবর থেকে চলতি বছরের ০৭ ডিসেম্বর পর্যন্ত অ্যাটর্নি জেনারেলকে আরও চারবার হত্যার হুমকি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব