ফেনীর মহিপালের ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে ছয় লেনের ফ্লাইওভারটি আগামী ৪ জানুয়ারি ভিডিও করফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টায় মহিপালে ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।
এসময় মন্ত্রী জানান, ১৮১ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভারের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এর নির্মাণ কাজ ৬ মাস আগেই শেষ হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পরিচালক মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নকশাকার প্রফেসর ড. এম আজাদুর রহমান, ফ্লাইওভার প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ, ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীস্থ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ