কক্সবাজারের মহেশখালীতে বুধবার সন্ধ্যায় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর পর বিমানে আগুন ধরে যায়। দুই বিমানে থাকা চারজনকেই উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আবদুল মালেক জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। জেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরাজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, একটি প্রশিক্ষণ বিমানে হঠাৎ করে আগুন ধরে যায়। এতে বিমানটি তিন টুকরা হয়ে মহেশখালীর বিভিন্ন অংশে পড়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন