স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতারা এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আজ শুক্রবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে চতুর্থ দিনের মতো এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ওই শিক্ষক-কর্মচারীরা। তারা সারা দেশ থেকে এ কর্মসূচিতে অংশ নেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম