৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান চলাচল শুরু করেছে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর থেকে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ফ্লাইট ওঠা-নামা বন্ধ ছিল। এতে দেশি-বিদেশি সব ফ্লাইটের সিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক এসএম জাহিদ আরিফ জানান, ঘন কুয়াশা কেটে গিয়ে রোদ উঠলে সকাল ১০টা থেকে আবারও বিমান চলাচল শুরু হয়। তবে বেশ কয়েকটি ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে।
এদিকে ফ্লাইটের শিডিউল পরিবর্তন করায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম