মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এক লাখ রোহিঙ্গার তালিকা আজই হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং-১ ক্যাম্পে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
এসময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তার সঙ্গে এ সময় আরও উপন্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ স্থানীয় আ’লীগের নেতারা।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ