বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তিনি যতোই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন, সেটি জনগণের সঙ্গে ধাপ্পাবাজি ছাড়া কিছুই না। শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিইসি আওয়ামী সরকারের ছায়া ঘেরা পথে হেঁটেই নির্বাচন পরিচালনায় নিজ প্রভুদের খুশি করবেন, এর বাইরে যেতে পারবেন না বলে মন্তব্য করে রিজভী বলেন, সারাদেশে অনুষ্ঠিত ১২৬টি ইউনিয়ন, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচনে অধিকাংশতেই ‘অনিয়ম ও সন্ত্রাসী তাণ্ডব’ হয়েছে। কেন্দ্র দখল করে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা, প্রার্থী, নির্বাচনী এজেন্ট, সমর্থক ও ভোটারদের মারধর করে, সশস্ত্র হামলা করে কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে ভোট দেয়া, প্রিসাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তারা প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এ নির্বাচনে সবাই রক্তাক্ত জাল ভোটের মহোৎসব দেখলো।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/হিমেল