ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ' যানবাহন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে নদীতে ঘন কুয়াশা পড়ায় নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল