প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে দায়িত্ব পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে এ দায়িত্বে ছিলেন কামাল আবদুল নাসের চৌধুরী। তার মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।
মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নামটি থাকে। একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর, ২০১৭/ফারজানা