ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সুজন কুমার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
সোমবার তার বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ও দণ্ডবিধির ৪৫৭ ধারায় মামলা করেছে পুলিশ। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত রবিবার নাটোর থেকে সুজন কুমারকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নাটোরের লালপুরে।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি সংবাদ মাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত খবরে মন্তব্য করতে গিয়ে হাসান রুহানি নামের ফেসবুক আইডি থেকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেয়। একই সঙ্গে অনেক আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করে। গ্রেফতার সুজন কুমার পুলিশের কাছে স্বীকার করেছেন, ফেসবুকে হাসান রুহানি তাঁর নিজের অ্যাকাউন্ট।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৭/মাহবুব