হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিপূর্ব সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ আহ্বান জানান।
সভায় ওবায়দুল কাদের বলেন, ''আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের এ আহ্বান জানাচ্ছি।''
এদিন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা ডেকে স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগকে সম্মেলন করার কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগের এ কমিটির আমলে কিছু নেগেটিভ বিষয় থাকলেও অর্জন ছিল সবচেয়ে বেশি। তাদের আমলে সংগঠন বিশাল রূপ নিয়েছে। এটা তাদের অর্জন।
মন্ত্রী বলেন, আমি ছাত্রলীগকে বলবো অনতিবিলম্বে নির্বাহী কমিটির সভা ডেকে জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিন। নেত্রীর ইচ্ছা, আগামী মার্চ মাসে সম্মেলন হোক। এসময় তিনি ছাত্রলীগকে সম্মেলনের তারিখ ঠিক করতে বলেন।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৭/মাহবুব