জঙ্গিবাদ নির্মূলে জনগণকে সম্পৃক্ত করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে পুলিশবাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। জঙ্গিবাদ একটি বিশ্বব্যাপী সমস্যা। আমরা এদেশে তা দমন ও নিয়ন্ত্রণ করতে পেরেছি। জঙ্গিবাদ নির্মূলে জনগণকে সম্পৃক্ত করতে হবে। আজ সকালে পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন, পুলিশ বাহিনীকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণকে সহায়তা করতে হবে। পুলিশ সদস্য যেভাবে নিয়োগ করা হয়, সেভাবে অফিসারও নিয়োগ করা হবে। না হলে লিডারশীপ আসবে কোথা থেকে। তিনি বলেন, গোয়েন্দা সংস্থ্যাগুলোকে সম্মিলিত ও পরিকল্পিতভাবে তথ্য আদান প্রদানের মাধ্যমে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার