ফোরজি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য আবেদন আহ্বান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এই আদেশের ফলে ফোরজি এলটিই সেলুলার মোবাইল ফোন সার্ভিসের লাইসেন্স প্রস্তাব আহ্বান করে বিটিআরসির দেওয়া বিজ্ঞপ্তি উপর সৃষ্ট আইনি বাধা কাটল।
রবিবার বিটিআরসির এ সংক্রান্ত আবেদন নিস্পত্তি করে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দীন মাহমুদ ও সঙ্গে ছিলেন রমজান আলী শিকদার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন