আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে জরুরি সাংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এতে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিকেল ৪টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব