আসন্ন একাদশ সাধারণ নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, যতই অত্যাচার করা হোক দেশনেত্রীর (খালেদা জিয়া) মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। তার মুক্তির আন্দোলন চলছে, চলবে। জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব