আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ড. কামাল হোসেনের আসল রূপ বেরিয়ে এসেছে। তিনি কখনও দেশের জন্য কোনো কাজ করেননি।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে আইনজীবী সম্মেলনে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এই জাতীয় সম্মেলনের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে যুদ্ধাপরাধীদের নির্মূল করা হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ভয় পায়। সব কিছুতে ব্যার্থ হয়ে তারা বাংলার মানুষ নয়, ক্ষমতা চায়। একইসঙ্গে তারা আইএসআই’র এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন