জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সোমবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তরের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এবারের ফলাফলে সারাদেশে জেএসসিতে পাশের হার ৮৫ দশমিক ২৮ শতাংশ। আর জেডিসিতে এ হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। দুই পরীক্ষা মিলিয়ে পাশের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ।
এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/কালাম