প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। এই নির্বাচনটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সবার অংশগ্রহণে এ নির্বাচন অর্থবহও হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সুধা সদন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ের নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি। জনগণ নৌকা মার্কায় ভোট দেবে। আমরা আবার সরকার গঠন করে জনগণের সেবা করতে সক্ষম হবো।
নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান আওয়ামী লীগ সভাপতি। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় টেলিফোনে বক্তব্য দেন বঙ্গবন্ধুকন্যা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন