আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও বাসায় ফেরা নিশ্চিত করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এসময় তিনি আরও জানান, নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী।
শুক্রবার রাজধানীর মতিঝিলে এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এসময় তিনি আরও জানান, সংসদ নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে রাজধানীতে পুলিশের ৪টি কন্ট্রোল রুম থাকবে। নির্বাচনকে ঘিরে কোনো অপশক্তি যদি গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন